নিখোঁজের ২ দিন পর ধানক্ষেতে ব্যবসায়ীর লাশ

চরফ্যাশন উপজেলায় ধানক্ষেতে পাওয়া গেলে আব্দুল খালেক (৪১) নামে এক ফার্মেসী ব্যবসায়ীর লাশ।
শশীভূষণ থানা পুলিশ খবর পেয়ে রোববার সকালে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড মুন্সিগঞ্জ এলাকার নুরউদ্দিন কাজির বাড়ির পূর্বপাশের ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করেন। উদ্ধার হওয়ায় ফার্মেসী ব্যবসায়ীর কাছে দুইটি মোবাইল ফোন ও একটি টর্চলাইটসহ লক্ষাধিক টাকা পাওয়া যায়।
এদিকে পরিবারের দাবি এত টাকা ও স্মার্ট মোবাইল ফোন থাকার কথা নয় তার সাথে। মৃত আব্দুল খালেক উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের মৃত আজিজ চৌকিদারের ছেলে। এমন ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে বিভিন্ন জায়গার হাজার হাজার জনতা দেখতে ভিড় জমায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত (১৬ মার্চ) বৃহস্পতিবার রাত আনুমানিক ১টায় বাসা থেকে নিখোঁজ হন ব্যবসায়ী আব্দুল খালেক। এরপর সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে না পাওয়া শশীভূষণ থানায় নিখোঁজ হওয়া আব্দুল খালেকের স্ত্রী জাকিয়া বেগম বাদী হয়ে সাধারণ ডায়েরি করেন। ডায়েরির ১২ ঘন্টা পর ধানক্ষেতে মিলল স্বামীর নিথর দেহ।
শশীভূষণ থানার (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী জানান, হাজারীগঞ্জ ১ নম্বর ওয়ার্ডে ধানক্ষেতে ওই ব্যবসায়ীর লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে তিনি সহ সঙ্গীয়ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে ছুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে শশীভূষণ থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।