ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১৬


১৯ মার্চ ২০২৩ ১৬:৫২

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলে ১৬ জন যাত্রীর প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান ১৪ জন। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয় । এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০।

রোববার (১৯ মার্চ) সকালে মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার উদ্দেশ্যে আসা ইমাদ পরিবহনের বাসটি পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এসময় দুমড়েমুচড়ে যায় বাসটি। পরে উদ্ধার অভিযান চালিয়ে বাসের মধ্যে থেকে ১৪ জনের মতো যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জন মারা যায়।

এদিকে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

আইকে