ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


রাসেল গ্রেপ্তার মরিয়মসহ


১৯ অক্টোবর ২০১৮ ০৭:৫১

 মাদক ব্যবসায়ী রাসেল (৪০) ও তার স্ত্রী মরিয়ম (৩৫)।

রাজশাহী নগর ডিবি পুলিশের অভিযানে ৮৮০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন মাদক ব্যবসায়ী রাসেল (৪০) ও তার স্ত্রী মরিয়ম (৩৫)।

বুধবার গভীর রাতে উপশহর ৩ নং সেক্টরের ৪ নং রোডে গোদাগাড়ির তালতলার লুৎফরের ছেলে রাসেল ও তার স্ত্রী মরিয়ম দীর্ঘ দিন মাদকের বড় ডিলার হিসেবে ব্যবসা করতেন।

রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার এসআই সাইফুল ইসলাম, এএসআই রহিদুল ইসলাম, এএসআই আখেরুল ও এএসআই আশরাফুলসহ একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় নগর পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ডিবি পুলিশের ডিসি আবু আহম্মেদ আল মামুন, এসি ফজলুল করিম রাতেই ঘটনা স্থলে ছুটে যান ও কঠোরভাবে পুরো বাড়ি তল্লাশি করেন।

পুলিশ জানিয়েছে, আগেও রাসেলের নামে মাদক মামলা রয়েছে। সরকারের মাদকের ওপর ঝটিকা অভিযান শুরু হলে এই চতুর রাসেল গা ঢাকা দেন। গতকাল গোপনে এই ভাড়া বাড়িতে আসলে সেখানে মাদক ও নগদ ৪২০০ টাকাসহ গ্রেপ্তার হন এই দম্পতি। গ্রেপ্তার রাসেলের বিলাসবহুল তিনটি বাড়ি ও ৯টি ট্রাক সন্ধান মিলেছে রাজশাহী ও ঢাকাতে। তাকে দীর্ঘ দিন সরকারের একাধিক গোপন সংস্থার সদস্যরা সন্ধান করে আসছিল। রাসেল দীর্ঘ দিন নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দিয়ে আসছিল।