প্রযুক্তির অপব্যবহার করে ট্রেনের টিকিট বিক্রির সময় ২ যুবক আটক

তথ্য প্রযুক্তির অপব্যাবহার করে ১২টি ট্রেনের টিকিট বিক্রয় করার সময় ২ যুবককে আটক করেছে রাজশাহী বাস টার্মিনাল বক্সের পুলিশ।
আটকরা হচ্ছেন_ রাজশাহী মহানগরীর হড়গ্রাম বুথপাড়ার হারুনের ছেলে হুমায়ন রশিদ ও ডিংগাডোবার আনোয়ার পারভেজের ছেলে সাবিদ পারভেজ।
রাজশাহী রেল স্টেশন চত্বরে টিকিট গুলো বিক্রয়ের সময় পুলিশ রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ধুমকেতু ট্রেনের ১২ টি জাল টিকিটসহ তাদের আটক করে।
আটক হুমায়ন ও সাবিদ জানায় তারা বিশেষ বিশেষ দিনে তারা কম্পিউটাররে তথ্য প্রযুক্তির মাধ্যমে জাল টিকিট বের করে স্টশন এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে নিজেরা কখনো তাদের নিজস্ব লোক দিয়ে বিক্রয় করে থাকে।
পুলিশ বক্সের ইনচার্জ নাসির আটক কৃতদের বরাত দিশে জানায়, তারা জাল টিকিট জাল টাকা তৈরী করে বাজারে ছাড়ে।এ কাজে আরো রাঘব বোয়াল আছে বলে ধারনা করছে পুলিশ।।অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদলতে আবেদন করাহবে বলে জানায় পুলিশ।