নেত্রকোনায় উগ্রবাদ ও সাইবার অপরাধ দমন সেমিনার

নেত্রকোনায় “উগ্রবাদ প্রতিরোধ ও সাইবার অপরাধ দমনে শিক্ষক, শিক্ষার্থী এবং গণমাধ্যম কর্মীর ভুমিকা” শীর্ষক এক সেমিনার অনুষ্টিত হয়েছে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেমিনার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
তিনি তার উদ্বোধনী বক্তব্যে কিশোর তরুণদের সাইবার অপরাধ দমন আইন মানার আহবান জানান।
তিনি বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। আমাদের দেশে যেন কোনভাবেই এটি মাথাচাঁড়া দিয়ে উঠতে না পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
মন্ত্রী বলেন, আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানে কাজ করে যাচ্ছি। তিনি তার বক্তব্যে তরুণদের নানা দিক নির্দেশনাও দেন।
মঙ্গলবার বিকাল ৪টায় স্থানীয় পাবলিক হলে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প কর্তৃক নেত্রকোনা জেলা পুলিশ এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে বক্তব্য রাখেন, নেত্রকোনা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ। ডিএমপির সিটিটিসির অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার মোঃ নাজমুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক মতিন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফখরুজ্জামান জুয়েল, নেত্রকোনা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম, সাংবাদিক পল্লব চক্রবর্তী। প্রমুখ।
সেমিনারে উগ্রবাদ প্রতিরোধ ও সাইবার অপরাধ দমনে শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীদেরকে আরও দায়িত্বশীল ভুমিকা পালনের উপর গুরুত্বারোপ করেন বক্তারা।
নতুনসময়/আইএ