বোরহানউদ্দিনে প্রকাশ্য ককটেল বিস্ফোরন ঘটিয়ে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর উত্তোলন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চানমিয়ারহাট (চান্দেরহাট) বাজারে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মৃত নজির আহম্মেদ সদ্দারের ছেলে ইসমাইল সদ্দার গংদের পক্ষে হাজির হাট দাখিল মাদ্রাসার সুপার ইউসুফ এর নেতৃত্বে ১৩ টি ককটেল বিস্ফোরন ঘটিয়ে আদালতের নিষেধাজ্ঞ উপেক্ষা করে ঘর উত্তোলন করেছে। ঘর উত্তোলনের সময় ইসমাইল সদ্দারের পক্ষে প্রায় ৫০ জন লোক ছিল। তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘর উত্তোলন করেন। বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে ৩ বার গিয়ে বাধা প্রদান করেন। বিজ্ঞ আদালত ও পুলিশের বাধা উপেক্ষা করে মঙ্গলবার দিনভর তারা ঘর উত্তোলন করেছে।
একই এলাকার মৃত জুলমত আলী খানের ছেলে রফিজল খান গং ও ইসমাইল সদ্দার গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে। জমিনিয়ে বিরোধের জের রফিজল খা বাদী হয়ে ভোলার বিজ্ঞ আদালতে একটি দেওয়ানী মামলা করেন। মামলাটি স্থিতিবস্থা ( statusguo) বজায় রাখার নির্দেশ প্রদান করেন বিজ্ঞ আদালত। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৩ টি ককটেল বিস্ফোরন ঘটিয়ে প্রশাসনকে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে পুলিশের বাধা উপেক্ষা করে মঙ্গলবার দিনভর ঘর উত্তোলন করেন ইসমাইল সদ্দার গংরা।
ভুক্তভোগী রফিজল খান অভিযোগ করে বলেন, চরআলগী মৌজার এস.এ খতিয়ান নং ২১/৩৭২, এস. এ দাগ নং ৭১৬/৭১২/৭১৩ এর মধ্যে ৪২ শতাংশ জমি নিয়ে ইসমাইল সদ্দার গং দের সাথে আমাদের বিরোধ চলমান আছে। বিষয়টি নিয়ে ভোলার বিজ্ঞ আদালতে একটি দেওয়ানী মামলা করি। যাহার নং বোরহানউদ্দিন সহকারী জজ আদালত এর দেওয়ানী মোকদ্দমা ২০৩/২২ ইং। মামলাটি উভয় পক্ষকে ওই ভূমিতে স্থিতিবস্থা ( statusguo) বজায় নির্দেশ প্রদান করেন বিজ্ঞ আদালত। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ওই জমিতে জোরপূর্বক ঘর উত্তোলন করেন ইসমাইল সদ্দার গংরা। এসময় তারা ১৩ টি ককটেল বিস্ফোরন ঘটায়। এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ৩ বার বোরহানউদ্দিন থানা পুলিশ আসেন। পুলিশের নিদের্শ উপেক্ষা করে তৃতীয়বার ঘরের কাজ করেন তারা। আমাকেসহ আমার পরিবারকে হত্যার হুমকি দেয় ইসমাইল সদ্দার গংরা। অন্যদিকে ইসমাইল গং দের কাছে জানতে চাইলে তারা ঘর উত্তোলনের কাজে ব্যস্ত থাকায় বক্তব্য দেয়নি। তবে স্থানীয়রা জানান, ইসমাইল গংরা এলাকায় জোর জুলুম করে আসছে। তারা আইন কানুন কিছুই মানছে না।
বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) রাজিব জানান, আতস বাজি ফুটিয়েছে।উভয়কে বিজ্ঞ আদালতের নির্দেশ পালনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ পালনে ব্যাঘাত ঘটলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ছবি ক্যাপশন- আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ও ৩ বার পুলিশের বাধা উপেক্ষা করে ককটেল বিস্ফোরন ঘটিয়ে ঘর উত্তোলন। প্রথম ছবি পুলিশ বাধা দেয়। দ্বীতিয় ছবি পুলিশ বাধা দেয়। তৃতীয় ছবি পুলিশ বাধা দেয়। একই স্থান।