ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


ঝিনাইদহে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


১৯ অক্টোবর ২০১৮ ০৩:৩০

মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

ঝিনাইদহ শহরের হামদহ এলাকা থেকে ইয়াবাসহ মাসুদ রানা পলাশ (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়। আটককৃত পলাশ ওই এলাকার আবেদ আলীর ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের হামদহ খন্দকার পাড়া এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে ওসি অপারেশন মহসীন হোসেন ও এ এস আই জুবায়ের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৬১ পিচ ইয়াবাসহ পলাশকে আটক করে হয়। সে দীর্ঘদিন যাবত ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তার নামে ঝিনাইদহ সদর থানায় মাদকসহ ৭টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।