মাইকিং করেও বন্ধ করা যাচ্ছে না যুবলীগ নেতা আসাদুলের অবৈধ পুকুর খনন ও মাটি বহনের ট্রাক্টর

কৃষি জমিতে পুকুর খননের মাধ্যমে জমির প্রকৃতি পরিবর্তন করা যাবে না এমন সরকারি নির্দেশনা থাকলেও তা অমান্য করেই চলছিল রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের তান্ডব।
স্থানীয় ইউনিয়ন পরিষদ কর্তৃক কৃষি জমিতে পুকুর খনন বন্ধে মাইকিং এবং জেলা পুলিশের কড়া নজরদারির জন্য উক্ত ইউনিয়নে অবৈধ পুকুর খননের তান্ডব সাময়িকভাবে নিয়ন্ত্রণ থাকলেও তাহেরপুরের এক প্রভাবশালী যুবলীগ নেতা মোঃ আসাদুলের মালিপাড়া ও সড়গাছীর বিলে নিয়মিতভাবে তার খনন কাজ রাতের আঁধারে অব্যাহত থাকছে এবং সেই সাথে সাথে খনন কৃত মাটি রাতারাতি ট্রাক্টর দিয়ে পার্শ্ববর্তী ইট ভাটায় উচ্চ দামে বিক্রি করা হচ্ছে।
নানাভাবে অভিযোগ দিয়েও থামানো যাচ্ছে না এই যুবলীগ নেতার খনন কাজ। যদিও প্রশাসনের কাছে তার খননটি সংস্কারের কথা বলা হয়েছে কিন্তু প্রকৃত পক্ষে এটা কোন ভাবেই সংস্কারের আওতায় পড়ে না। কেননা গত বছর মোবাইল কোর্টে মাধ্যমে তার উক্ত খনন কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু এবার ঐ অসমাপ্ত খনন্ কাজ সম্পন্ন করার জন্য পুনরায় পাশাপাশি খনন সংলগ্ন অতিরিক্ত আরো ২০ বিঘা কৃষি জমি বিনাশ করে অনায়াসে খনন করে যাচ্ছে শুধু মাত্র সংস্কারের দোহাই দিয়ে।
আদৌও সংস্কার বিষয়টি সত্য নয় শুধু এই অজুহাতে প্রশাসনের কৃপা নিয়ে যুবলীগ নেতা আসাদুল সংস্কারের নামে মালিপাড়া সড়গাছীর বিলে নিয়মিত ভাবে রাতের আঁধারে খনন কাজ চালিয়ে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।
বিষয়টি সরেজমিনে তদন্তপূর্বক অবৈধ ভাবে পুকুর খননকারীর যুবলীগ নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর তরফ থেকে জোর দাবি উঠেছে।