‘গর্ডিয়ান নট’ নিহত আবদুল্লাহ’র পরিচয় পাওয়া গেছে

নরসিংদীতে জঙ্গি আস্তানায় অপারেশন ‘গর্ডিয়ান নট’ নিহত আবু আবদুল্লাহ আল বাঙালির প্রকৃত নাম গোলাম মোস্তফা ওরফে রুবেল। সে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।
ওই গ্রামের সরকারি ও মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর কালীগঞ্জের মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ একাদশ শ্রেণীতে পড়াশোনা করে। এরপর যশোর এমএম কলেজের অনার্স ভর্তি হয়।
২০১৪ সালে যশোরে যাওয়ার পরিবার ও এলাকার মানুষের সাথে যোগাযোগ কম ছিল না। যশোরে পড়াশোনার পাশাপাশি একটি একটি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগদানকারী প্রতিষ্ঠানে চাকরি করতো।
গত ৫ মাস আগে প্রেমের করে আকলিমা আক্তার মনি নামে একজন বিবাহ করেন। পড়াশোনা করায় তার স্ত্রী বাবার বাড়িতেই থাকতেন। চলতি মাসের ২ তারিখে মোস্তফা ঢাকায় শশুরালয়ে গিয়ে ৩ দিন থাকার পর স্ত্রীকে নিয়ে যশোর চলে আসে। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যায় না।
এসএমএন