ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


‘গর্ডিয়ান নট’ নিহত আবদুল্লাহ’র পরিচয় পাওয়া গেছে


১৯ অক্টোবর ২০১৮ ০২:২৩

নরসিংদীতে জঙ্গি আস্তানায় অপারেশন ‘গর্ডিয়ান নট’ নিহত আবু আবদুল্লাহ আল বাঙালির প্রকৃত নাম গোলাম মোস্তফা ওরফে রুবেল। সে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।

ওই গ্রামের সরকারি ও মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর কালীগঞ্জের মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ একাদশ শ্রেণীতে পড়াশোনা করে। এরপর যশোর এমএম কলেজের অনার্স ভর্তি হয়।

২০১৪ সালে যশোরে যাওয়ার পরিবার ও এলাকার মানুষের সাথে যোগাযোগ কম ছিল না। যশোরে পড়াশোনার পাশাপাশি একটি একটি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগদানকারী প্রতিষ্ঠানে চাকরি করতো।

গত ৫ মাস আগে প্রেমের করে আকলিমা আক্তার মনি নামে একজন বিবাহ করেন। পড়াশোনা করায় তার স্ত্রী বাবার বাড়িতেই থাকতেন। চলতি মাসের ২ তারিখে মোস্তফা ঢাকায় শশুরালয়ে গিয়ে ৩ দিন থাকার পর স্ত্রীকে নিয়ে যশোর চলে আসে। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যায় না।

এসএমএন