ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


রাজধানীতে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত


১০ মার্চ ২০২৩ ২১:০৮

রাজধানীর বিদ্যুৎ ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন। বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল জলিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তা পার হওয়ার সময় সেঁজুতি পরিবহনের একটি বাস জলিলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ঘাতক বাসটি এরইমধ্যে জব্দ করা হয়েছে। তবে, বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন।

আইকে