ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


পিকনিকের বাস উল্টে নিহত এক, হাসপাতালে ৩০


৯ মার্চ ২০২৩ ০৩:৪৩

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় পিকনিকে যাওয়ার পথে বাস উল্টে হিমেল শেখ (১০) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ৩০ জন।

বুধবার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলার লক্ষ্মীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মুক্তাগাছার একটি মাদরাসা থেকে শিক্ষক-শিক্ষার্থীসহ একটি বাস নেত্রকোণার দুর্গাপুরে পিকনিকের জন্য যাচ্ছিল। পরে সকাল আনুমানিক ১০টার দিকে লক্ষ্মীপুর বাজারের কাছাকাছি পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে দ্রুতগামী বাসটি সড়কের পাশে পড়ে গিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই হিমেল নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।

আইকে