ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


নেত্রকোণায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন


৯ মার্চ ২০২৩ ০০:৪৯

"ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন" এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।

আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর নেত্রকোণা এর আয়োজনে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন,সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ, মহিলা বিষয়ক অধিদপ্তর নেত্রকোণার উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব )মোঃ আব্দুর রৌফ সরকার, নেত্রকোণা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলমসহ অন্যরা।