ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


ভোলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা


৮ মার্চ ২০২৩ ০২:৩০

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ভোলা জেলা যুবলীগ ও জেলা স্বেচ্ছাসেবক লীগ।

মঙ্গলবার (৭ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসক প্রাঙ্গণে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময় ভোলা জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোস্তাক আহমেদ শাহীন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাইনুল ইসলাম তুহিন মোল্লা এ.জেড. মনিরুল ইসলাম, যুবলীগ নেতা রাজিব হাসান লিপু, যুবলীগ নেতা ফয়সাল ইসলাম বাবু, মামুন হাওলাদার, মেহেদী হাসান সোহেল ,ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন রনি, ইসমাইল হোসেন নয়ন,এড, গিয়াস, সজিব প্রমুখ।

পরে একটি র‌্যালি ভোলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রতিক্ষণ করে শহরের মুসলিমপাড়া যুবলীগ কার্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোস্তাক আহমেদ শাহীন নেতাকর্মীদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।