প্রেস এসোসিয়েশন বাংলাদেশ এর খুলনা জোন কমিটি অনুমোদন

সারাদেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সক্রিয়, প্রত্যয়ী ও সাহসী সাংবাদকর্মীদের জাতীয় সাংবাদিক সংগঠন প্রেস এসোসিয়েশন বাংলাদেশ (প্যাব) এর ‘খুলনা জোন কমিটি’ঘোষিত হয়েছে।
১৭ অক্টোবর ২০১৮-১৯ সেশনের জন্য ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এর আগে প্যাবের কেন্দ্রীয় কমিটি কর্তৃক ৬ সদস্যবিশিষ্ট পর্যবেক্ষক পরিষদ গঠন করে দেয়া হয়। পূর্ণ ১ মাস নানান বিষয় যাচাই বাছাইয়ের পর পর্যবেক্ষক পরিষদের চুড়ান্ত প্রতিবেদনের প্রেক্ষিতে ১ বছর মেয়াদী ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয় প্রেস এসোসিয়েশন বাংলাদেশ (প্যাব) কেন্দ্রীয় কমিটি। প্যাবের কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম সুজন ও সাধারণ সম্পাদক এইচ এম মেহেদী হাসান অর্নব এবং কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও খুলনা জোনের কমিটি আহবায়ক জাহিরুল ইসলাম মিলনের স্বাক্ষরিত অনুমোদন পত্রে নবগঠিত “খুলনা জোন কমিটি’র সভাপতি করা হয় কলকাতা টিভির বেনাপোল প্রতিনিধি আয়ুব হোসেন পক্ষীকে এবং সাধারণ সম্পাদক হিসেবে মধুমতী নিউজের স্টাফ রিপোর্টার শেখ ইয়াসির আলমকে মনোনীত করা হয়।
প্রেস এসোসিয়েশন বাংলাদেশ (প্যাব) এর ২০১৮/১৯ সেশনের খুলনা জোনাল কমিটির পূর্ণাঙ্গ তালিকা নিম্নরূপ –
সভাপতি- আয়ুব হোসেন পক্ষী (কলকাতা টিভি, দৈনিক খবরের আলো), সিনিয়র সহ সভাপতি: রনি মোল্লা (দৈনিক প্রত্যাশার আলো ), সহ সভাপতি- বাচ্চু হাওলাদার, খন্দকার হাবিবুল্লাহ (বার্তা সম্পাদক-সাপ্তাহিক সুপ্রভাত),মনিরুজ্জামান চঞ্চল (দৈনিক লাখো কন্ঠ), সাধারণ সম্পাদক- শেখ ইয়াসিন আলম (দৈনিক )যুগ্ম সাধারণ সম্পাদক- আজিজুর রহমান জিকো (দৈনিক গ্রামের কাগজ ),মঈনুল আমিন মিঠু (দৈনিক সুপ্রভাত ),আসাদুজ্জামান রিপন (দৈনিক অর্থনীতির কাগজ ),সাংগঠনিক সম্পাদক- মিলন কবীর ( দৈনিক বজ্রশক্তি),দপ্তর সম্পাদক-মেহেদী হাসান (নয়া আলো.কম),আইন বিষয়ক সম্পাদক-জাবের হোসেন (লাল সবুজের কথা),তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক- মামুন হোসেন (লাল সবুজের কথা),অর্থ বিষয়ক সম্পাদক – জামিল হোসেন (মধুমতী নিউজ),সাংস্কৃতি বিষয়ক সম্পাদক- গাজী জয়নাল আবেদিন (দৈনিক নওয়াপাড়া),প্রচার সম্পাদক- ইয়ার হোসেন সোহান (কপোতাক্ষ নিউজ),আয়োজন বিষয়ক সম্পাদক- রাজু শেখ (দৈনিক কালের বার্তা),ক্রীড়া বিষয়ক সম্পাদক- আওয়াল হোসেন (বেনাপোল প্রতিদিন ), ধর্ম বিষয়ক সম্পাদক- সাগর হোসেন (দৈনিক প্রভাতী ), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক- অমিত পাল (দৈনিক খুলনাঞ্চল), শিক্ষা বিষয়ক সম্পাদক- শাহারিয়ার হোসেন মুন (দৈনিক গ্রামের কাগজ), ক্যাম্পাস বিষয়ক সম্পাদক- আল মামুন (খুলনা টাইমস), মাল্টিমিডিয়া বিষয়ক সম্পাদক- মিল্টন কবীর (দৈনিক দেশেরপত্র), পাঠাগার বিষয়ক সম্পাদক- শাহারিয়ার সবুজ (কলকাতা টিভি), কার্যকরী পরিষদের সদস্য- রিয়াজ উদ্দিন (দৈনিক আগামীর সময়),আলী আসগর সবুজ (দৈনিক জয়যাত্রা),এনএস চয়ন (সাপ্তাহিক অগ্রযাত্রা), কার্যনির্বাহী পরিষদের সদস্য- আল ইমরান (এনবি নিউজ৭১), এম ইসলাম জাহিদুল (প্রজন্ম নিউজ),শুভ্র ঢালী ( তরংগ নিউজ),আরিফ অপু (কলকাতা টিভি)।
এসএমএন