ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


বেনাপোলে ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেপ্তার হয়নি কেউ


১৮ অক্টোবর ২০১৮ ২৩:১২

বন্দর নগরী বেনাপোলে আহসান (৪৩) নামে এক ব্যবসায়ী হত্যা মামলায় ৩ জনকে আসামী করে মামলা করা হয়েছে।

বুধবার (১৭ অক্টোবর) বিকালে নিহতের পুত্র সোহাগ বাদী হয়ে এই হত্যা মামলা করেন।

আসামীরা হলেন, বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের ওহিদুল্লা বল্টুর ছেলে বুনো আক্তার(২৪) জামায়াতের ছেলে রায়হান(২৩) ও আহসান হোসেনের ছেলে সুজন(২৭)।আসামীদের নামে এর আগেও এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক মামলা রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা বেনাপোল পোটথানা পুলিশের উপপরিদর্শক(এসআই) জাকির হোসেন জানায়, আসামীরা পলাতক রয়েছে। তাদের আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।

স্থানীয় ওয়ার্ড কমিশনার ওহেদুজ্জামান বকুল জানান, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আহসানের মত ভাল মানুষের জীবন চলে গেছে। যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তাদের সুষ্ঠ বিচাররের দাবী ও শাস্তি জানায় ।

এর আগে, গত সোমবার রাতে আহসান তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় সাদিপুর রাস্তার মোড়ে এক দোকানদারের কাছ থেকে সিগারেট নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিলেন সাদিপুর গ্রামের বল্টুর ছেলে বুনো আকতার ও তার বন্ধুরা।

এসময় আহসান ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে এক পর্যায়ে তাকে মারপিট করে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

এসএমএন