সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত বেড়ে ৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদম রসুল (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন প্রায় ৪৫ জন।
শনিবার (৪ মার্চ) রাতে স্থানীয় প্রশাসন এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ছোট কুমিরা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস।
নিহত ব্যক্তিরা হলেন, ফরিদুল ইসলাম, শামসুল আলম ও শামসুল আলম। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
আহতরা হলেন, ফেনসি, মো. জসিম উদ্দিন, মো. নূর হোসেন , মো. আরাফাত, নারায়ণ, মো. ফোরকান, শাহরিয়ার, জাহিদা হাসান ও মোতালেব। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের অনেকের হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদৎ হোসেন জানান, এখন পর্যন্ত আমরা ছয়জন নিহতের সংবাদ পেয়েছি। তাদের মধ্যে দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আছে। বাকিদের মরদেহ হাসপাতালে পাঠানো হচ্ছে।
আইকে