ধামরাইয়ে রাস্তা বন্ধ করে শৈলান দিবস পালনের অভিযোগ

ধামরাইয়ে সরকারি সড়ক বন্ধ করে শৈলান দিবস পালনের অভিযোগ উঠেছে। রাস্তা বন্ধের কারনে কয়েক গ্রামের মানুষের পহাতে হচ্ছে দুর্ভোগ।
শনিবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, শৈলান-পথহারা আঞ্চলিক সড়কটি বন্ধ করে শৈলান দিবস পালন করা হচ্ছে। এতে ভ্যান, রিকশা, মোটরসাইকেলসহ মানুষ চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে শৈলান দিবস পালন কমিটির সজাগ সমিতির নির্বাহী পরিচালক আব্দুল মতিন কে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেন নাই।
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ফারজানা আক্তার বলেন, আমি জানার পর পর সোমভাগ ইউপি চেয়ারম্যান কে অবহিত করি পরে চেয়ারম্যান গিয়ে রাস্তা চলচল স্বাভাবিক করে।
সোমভাগ ইউপি চেয়ারম্যান প্রভাষক মোঃ আওলাদ হোসেন বলেন, রাস্তা বন্ধ করেছিল, আসলে শৈলান তো একটি আদর্শ গ্রাম, জনগনের অসুবিধা হয় এ রকম অভিযোগের কারণে রাস্তা খোলে দেয়া হয়েছে।