শেখ রাসেলের জন্মদিন পালিত

ঝিনাইদহে শেখ রাসেলের ৫৪তম জন্মদিন পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৮ ( অক্টোবর) সকালে শহরের পোস্ট অফিস মোড় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করা হয়।
এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে রাসেলের ৫৪তম জন্মদিন পালন করছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসএমএন