ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


স্পিরিট পানে ৩ জনের মৃত্যু


৪ মার্চ ২০২৩ ১১:০৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিষাক্ত স্পিরিট পানে তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়াও অসুস্থ হয়ে গোপনে বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে অনেকে।

এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২ মার্চ) দিনগত রাতে তারা মারা যান।

মৃতরা হলেন- কালীগঞ্জ শহরের আড়পাড়া নদীপাড়া এলাকার ভাংড়ী ব্যাবসায়ী জাহাঙ্গীর খাঁ (৩৬), একই এলাকার রিকশাচালক বিপুল দাস (৪৫) ও মধুগঞ্জ বাজার ঢাকালে পাড়ার রাজিব হোসেন (২৬)।

শুক্রবার (৩ মার্চ) বেলা ১২টার দিকে পুলিশ তাদের লাশ মর্গে পাঠায়।

এদিকে ঘটনার রাত থেকেই স্পিরিট বিক্রেতা (শহরের মেইন বাসস্ট্যান্ডের রেজা হোমিও হলের মালিক) রেজাউল ইসলাম পলাতক রয়েছেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) সেকেন্দার আলী জানান, এ পর্যন্ত তিন জনের মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত হয়েছেন। তবে স্থানীয়দের মুখে বিষাক্ত স্পিরিট পানে মৃত্যুর কথা ছড়িয়ে পড়লেও ময়নাতদন্ত ছাড়া সঠিকভাবে মৃত্যুর কারণ বলা যাবে না।

তবে নিহত তিন জনের পরিবারের সদস্যরা বিষাক্ত স্পিরিট পানে মৃত্যুর কথা অস্বীকার করেছেন।

আইকে