রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন আকবর হোসেন (৪০) ও মো. হাসান (৩০) নামের দুই যুবক। এছাড়াও আহত হয়েছেন সোহেল নামের আরো একজন।
শুক্রবার (৩ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে ঘটে এই দুর্ঘটনা।
গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আকবর ও হাসানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সোহেল জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া পিকআপ ভ্যান, চালক ও তার সহযোগী পুলিশের হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।
আইকে