ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’


৪ মার্চ ২০২৩ ০০:২৯

বায়ু দূষণের তালিকায় নিয়মিত উপরের দিকে থাকা ঢাকা আবারও শীর্ষস্থানে উঠে এলো।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তালিকায় শুক্রবার (৩ মার্চ) সকাল ৯টা ৫৬ মিনিটে বাতাসের নিম্ন মানে ১০০টি শহরের মধ্যে শীর্ষ অবস্থানে ছিল ঢাকা।

আইকিউএয়ার জানায়, এ সময় ঢাকার বাতাসের স্কোর ছিল ২২৩। যা ‘খুবই অস্বাস্থ্যকর’।

একই সময়ে বাতাসের নিম্নমানের দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল থাইল্যান্ডের চিয়াং মাই ও ভারতের কলকাতা।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

আইকে