ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


সশস্ত্র প্রশিক্ষণে অংশ নেওয়া ৪ জঙ্গিকে গ্রেপ্তার


১ মার্চ ২০২৩ ২১:৫৩

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

বুধবার (১ মার্চ) র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে পার্বত্য চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

খন্দকার আল মঈন জানান, গ্রেপ্তারকৃতরা নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র আদর্শে উদ্বুদ্ধ হয়ে তথাকথিত হিজরতের নামে পার্বত্য চট্টগ্রামের গহীন জঙ্গলে সশস্ত্র প্রশিক্ষণে অংশ নেন।

আইকে