মোহনপুরে হানিফ পরিবহন বাসের ধাক্কায় কেড়ে নিল ২টি প্রাণ

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট দিনান্ত সিনেমা হলের মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোস্তাফিজুর রহমান উজ্জল নামের একজন স্কুল শিক্ষকসহ একজন ভ্যানচালক নিহত হয়েছেন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮.৩০মিনিটে তারা দুর্ঘটনার শিকার হন।
মোস্তাফিজুর কেশরহাট পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং নাকইল আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক।
প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত শিক্ষক মোস্তাফিজুর রহমান সোমবার সকালে কেশরহাট বাজার হতে ভ্যানযোগে নাকইল গ্রামে বাড়ি ফেরার পথে দিনান্ত সিনেমা হল মোড়ে ভ্যানটি ডানে মোড় নেয়। এসময় নওগাঁ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী হানিফ পরিবহন এন ঢাকা মেট্রো-ব ১৪-৪৪৪২ নামের যাত্রীবাহী বাসটি সজোরে ভ্যানে ধাক্কা দেয়। এসময় তারা দুই জনেই ছিটকে পড়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহতবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টায় শিক্ষক উজ্জল হোসেন মারা যান। এ ঘটনায় মোবারক নামের ওই ভ্যান চালক চিকিৎসাধীন অবস্থায় বেলা ২.৩০টার দিকে মারা যান।
মোহনপুর থানায় অফিসার ইনচার্জ ওসি সেলিম বাদশাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।