ফুলছড়িতে বিদ্যালয়ের গাছের উপর বিদ্যুৎ লাইন, ঝুঁকিতে কোমলমতি শিশু শিক্ষর্থীরা

গাইবান্ধা ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন কঞ্চিপাড়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে মাঝারি আকৃতির দুটি মেহগনি গাছের ডালপালাসহ বড় একটি অংশের উপর দিয়ে পল্লী বিদ্যুতের সঞ্চালনা লাইন বয়ে যাওয়ায় স্কুল শিক্ষার্থীরা চরম ঝুঁকির মধ্যে রয়েছে। যে কোন সময় স্কুলের শিক্ষার্থীদের উপর বড় ধরনের দুর্ঘটনা নেমে আসার আশঙ্কা বিরাজ করছে।
সরজমিনে গিয়ে দেখা যায়,বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে ওয়াস বল্ক রুমের গেটের সাথে দুটি মেহগনি গাছ রয়েছে। মেহগনি গাছের ডালপালা সহ দুটি গাছের বড় অংশের উপর দিয়ে হাই ভোল্টেজের বৈদ্যুতিক তারের লাইন বয়ে গেছে। আবার দুটি গাছের মধ্যে একটি গাছ বয়ে ওয়াশ ব্লকের রুমের ছাদের উপর ঢেলে পড়েছে। ফলে স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর বহিরাগত বাচ্চারা ওই গাছ বয়ে ওয়াশ ব্লকের ছাদের উপর উঠে খেলা ধুলা করে।
দীর্ঘদিন ধরে এ বিদ্যুৎ লাইন গাছ দুটির উপর দিয়ে বয়ে যাওয়ার কারণে জীবন ঝুকিতে রয়েছে স্কুলের কোমলমতি শিশু শিক্ষর্থীরা।
ঝড়বৃষ্টি বা বাতাসের চাপে কিংবা স্বাভাবিক ভাবে যেকোনো সময় গাছ বা গাছের বড় ডাল পড়ে গেলে ঘটতে পারে মারাত্মক বৈদ্যুতিক দূর্ঘটনা।
বর্তমানে বিদ্যালয়টির কোমলমতি শিশু শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে পড়াশোনা করতে হচ্ছে।
এবিষয়ে কঞ্চিপাড়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান,বিদ্যালয়ের এ ঝুঁকিপূর্ণ গাছ দুটি কর্তন বা বৈদ্যুতিক লাইন বিদ্যালয় থেকে না সরালে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।আমরা অনেক আতঙ্কে আছি।এব্যাপারে স্কুলের শিক্ষার্থীদের অভিভাবক,স্থানীয় সচেতন মহল ও সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।