ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু


২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:৩৮

রাজধানীর মিরপুরে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ রবিবার বড় পীরেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ীর এলাকার মো. রায়হান ও মো. রহিম।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।

আইকে