ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


পাঁচ কাউন্সিলর ছাড়াই পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন


২৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:০৪

সংগৃহিত

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ক্রস ড্রেনসহ ৭টি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাস্তাগুলো প্রধান অতিথি হিসেবে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন উদ্বোধন করেন। তবে উদ্বোধন অনুষ্ঠানে কেশহাট পৌরসভার পাঁচজন কাউন্সিলরকে ডাকা হয়নি। এ বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। কেশরহাট পৌরসভায় মেয়র শহিদুজ্জামান শহিদ বলেন, ওই পাঁচজন কাউন্সিলর পৌরসভার উন্নয়ন কাজে প্রতিনিয়ত বাঁধাগ্রস্ত করেন। তাই তাদেরকে ডাকা হয়নি। ওই পাঁচ কাউন্সিলের মধ্যে পৌরসভার ৫নং ওর্য়াডের কাউন্সিল মো. ছাবের আলী মন্ডল বলেন, রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে মেয়র আমাদের ডাকেননি। আমাদের ইচ্ছে থাকার সত্ত্বেও আমরা যেতে পারিনি।
কেশরহাট পৌরসভায় মেয়র মো. শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলার অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আলফোর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুস্তম অালী প্রামানিক, কেশরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তা,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্যকালে স্থানীয় সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন বলেন, পৌরসভার পাঁচজন কাউন্সিলরদেরকে দ্রুত ডেকে নিয়ে বিষয়টি সমাধান করা হবে।