ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


মোহনপুরে প্রাণীসম্পদ প্রদর্শনীর সমাপনী


২৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:০৫

রাজশাহীর মোহনপুর উপজেলার শনিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার সময় “স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” ২০২৩ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ক্যাম্পাসে প্রাণীসম্পদ প্রদর্শনী, উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত হয়।

বাস্তবায়নে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, সহযোগিতায় প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণীসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমা তুজ-জোহরা।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন।

প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম।

বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার ভূমি প্রিয়াংকা দাস, ইউপি চেয়ারম্যান হযরত আলী।

এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন খামারিরা।

উক্ত প্রদর্শনীতে মোহনপুর উপজেলার বিভিন্ন এলাকার ছোট বড় ৩২টি খামারি স্টল দিয়ে অংশ গ্রহণ করেন। এসময় দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি, ষাড় গরু, গাভি গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি ও ঘুড়া প্রদর্শন করা হয়।

অনুষ্ঠান টি পরিচালনা করেন এল,ই,ও অফিসার হুমায়ন কবীর সুমন।