রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি ঘর পুড়ে ছাই, আহত -২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় ২ বাড়ির ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ২জন ভাড়াটিয়া আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের ডেমরা ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার তারাবো পৌরসভার আড়িয়াব এলাকায় মৃত সাইফুল ইসলামের ও আশ্রাব খানের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বাড়ির মালিক সাইফুল ইসলামের স্ত্রী লতুফা বেগম (৬০) জানান, তিনি রাত আড়াইটার দিকে তাহাজ্জুদের নামাজ পড়ার উদ্দেশ্য ঘুম থেকে উঠে দেখেন পাকের ঘরে আগুনের লেলিহান। তিনি আগুন আগুন করে চিৎকার করে বাড়ির সকলকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করেন। ইতিমধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় বাড়ির ভাড়াটিয়ারা আগুন দেখে আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে আগুন আগুন করে চিৎকার শুরু করলে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসে এবং আগুন নেভানোর চেষ্টা চালায়। কিন্তু আগুনের লেলিহান শিখা বাড়তেই থাকে এবং পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আগুন পাশবর্তী আশ্রাব খানের বাড়ির ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
এসময় ডেমরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১ঘন্টা আগুন নেভানোর চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রনে আসে। পর রাত সাড়ে ৪টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষনে সাইফুলের বাড়ির ৭টি ঘর ও আশ্রাব খানের বাড়ির ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া সাইফুলের ছেলে লতিফ হোসেনের নগদ ৮লাখ টাকা ৭ভরি স্বর্নলংকার পুড়ে ছাই হয়ে যায়।
সাইফুল ইসলামের ছোট ছেলে ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, ১০টি ঘরে সর্বমোট ৫০ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম সায়েদ জানান, এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। ফলে আশপাশের এলাকায় আগুন ছড়াতে পারেনি। আশপাশ এলাকায় আগুন ছড়িয়ে পড়লে আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারত।
ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মোঃ ওসমান গনি জানান, চুলার আগুন থেকে আগুনের সুত্রপাত হয়েছে। আমরা রাত ৩টা ২০ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করি রাত ৪টা ১৫ মিনিটে আগুন নেভাতে সক্ষম হই। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বলা যাচ্ছে না।