ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রূপগঞ্জে ফ্রি ব্লাড ক্যাম্পেইন ও গুণীজনদের সংবর্ধনা


২৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:৩৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সামাজিক সংগঠন রক্তের বন্ধন ফাউন্ডেশনের উদ্যেগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফ্রি ব্লাড ক্যাম্পেইন ও গুণীজনদের সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রয়ারি) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নাম্বার ক্যানেল ইসলামবাগ মাঠে এ ফ্রি ব্লাড ক্যাম্পেইন ও সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় দুইটি মাদ্রাসা ও তিনটি স্কুলের শিশুদেরকে ক্রীড়া প্রতিযোগীতার মাধ্যমে ফাউন্ডেশনের পক্ষ থেকে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গবেষক, কলামিষ্ট ও লেখক মীর আব্দুল আলীম।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, কলকাতার বিশিষ্ট কথা সাহিত্যিক দিলীপ রায়, বিশিষ্ট কবি ও বাচিক শিল্পি সুমিতা পয়ড়্যা, বিশিষ্ট গবেষক ও সাহিত্যিক ড. রামপ্রসাদ বিশ্বাস।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা জসিম উদ্দিন, সভাপতি তুহিন মিয়া, সাধারন সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদসহ সংগঠনের সদস্যবৃন্দ।