ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


মেধা ও স্বচ্ছতার ভিওিতে নেত্রকোনা জেলায় ৮৬ জন কনস্টেবল নিয়োগ


২৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:১৬

নেত্রকোণা জেলায় মেধা এবং স্বচ্ছতার ভিত্তিতে ৮৬ জন কনস্টেবল নিয়োগ দেয়া হয়।

‘চাকরি নয়, সেবা’—এই স্লোগানে নেত্রকোণা জেলায় নিয়োগ যোগ্য শূণ্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ডিসেম্বর ২০২২ এর চূড়ান্ত ফলাফল করা হয়েছে।

নেত্রকোণা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ ফয়েজ আহমেদ পুলিশ সুপার, নেত্রকোণা পুলিশ লাইন্স মাঠে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফুল এবং ক্রেস্ট দিয়ে অভ্যর্থনা জানানো হয়।পুলিশ

সুপার তার বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান।

উল্লেখ্য যে, ৯৫৭ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে তার মধ্যে ২২০ জন ভাইভা ও মনস্তাত্ত্বিক পরীক্ষার জন্য মনোনীত হয়। তাদের মধ্যে ৮৬ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়।