ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


ধামরাইয়ে সাংবাদিক-মানবাধিকার কর্মী রাজু'র উপর সন্ত্রাসী হামলা


২৫ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৪১

দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন ধামরাই উপজেলা শাখার যু্গ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম মোল্লা রাজুর (২৬) উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় তার কাছে থাকা নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা।

এ ঘটনায় ধামরাই থানায় একটি লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে হামলার শিকার সাংবাদিক মানবাধিকার কর্মী ইব্রাহিম মোল্লা রাজু।

এর আগে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার সময় উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই গ্রামের বড়পাড়া মহল্লায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার ইব্রাহিম মোল্লা রাজু (২৬) উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই পূর্বপাড়ার ইউসুফ মোল্লার ছেলে।

হামলা কারীরা হলেন,উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই নয়াপাড়ার বাহার উদ্দিনের ভাগিনা ইব্রাহিম (২৩), একই মহল্লার ফজল মোল্লার ছেলে আওয়াল (২২) ও সাইদুর মোল্লার ছেলে রাকিব(২২), দেপাশাই পুরান পাড়ার দুদু মিয়ার ছেলে আলামিন(২১) সহ অজ্ঞাত আরোও ২/৩ জন।

জানা যায়,তথ্য দেয়ার কথা বলে মুঠোফোনে ফোন করে রাজুকে বড়পাড়া মহল্লায় আসতে বলে। এ সময় রাজু মোটরসাইকেল যোগে বড়পাড়ায় পৌঁছালে তার গতিরোধ করে সন্ত্রাসী বাহিনীরা তার উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায় রাজুকে মারতে মারতে শান্তি মার্কেট নামক স্থানে নিয়ে আসে। এ সময় আহত রাজুর ডাক চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয় হামলার শিকার সাংবাদিক মানবাধিকার কর্মী ইব্রাহিম মোল্লা রাজু বলেন, আমাকে তথ্য দেয়ার কথা বলে পূর্ব পরিকল্পিতভাবে মাদকাসক্ত সন্ত্রাসী ইব্রাহিমের নেতৃত্বে রাকিব,আওয়াল, আলামিন সহ অজ্ঞাত আরোও ২/৩ জন আমার উপর হামলা করে। তারা আমাকে টেনে হিচড়ে মারতে মারতে দেপাশাই বড়পাড়া থেকে শান্তি মার্কেট নিয়ে আসে। তারা আমার সাথে থাকা ৩৪৫০০ টাকা ছিনিয়ে নেয়। আমার সাথে তাদের পূর্ব কোন শত্রুতা নেই, তবে তারা কি কারণে আমার উপর এ হামলা করেছে তা আমি জানিনা।

এ বিষয় ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন,অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।