ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


কেশরহাটে দুই দিনব্য্যপী ইসলামী মহাসম্মেলন


২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩২

মোহনপুর উপজেলার ঐতিহাসিক কেশরহাট উচ্চবিদ্যালয় মাঠে দুইদিনব্য্যপী বাৎসরিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মোহনপুর উপজেলা ওলামা ও হাফেজগণ এর আয়োজন করে।

২৩ ও ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতি ও শুক্রবার আয়োজিত সম্মেলনে সভাপতি করেন আল্লামা জামাল উদ্দীন স্বন্দিপী।

সম্মেলনের প্রধান অতিথি রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান।

ইসলামী মহাসমাবেশে ওয়াজ পেশ করবেন নূরে মদিনা মাদ্রাসার মাহ তামিম মুফতী নাসীর বীন আসগর তৈয়্যবী, ঢাকা হেমায়েতপুর দারুল উলুম উসমানিয়া মসজিদ কমপ্লেক্সের খতিব মাহমুদুর রহমান ফরিদী এবং ঢাকা ডেমরার সাততলা জামে মসজিদের খতিব মুফতী সালেহ আহমাদ এনামসহ দেশ বরেন্য অনেক উলামায়ে কেরাম।

প্রথম দিনে সম্মেলনের মুসল্লিদের উপস্থিতেই পুরো মাঠ কানায় কানায় ভরে যায়।