রাজশাহীতে এইড প্লাস ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

রাজশাহী নগরীর লক্ষিপুরে ‘এইড প্লাস ডায়াগনস্টিক এন্ড এজমা সেন্টার’র উদ্বোধন হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের নবাগত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন_ কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, রাজশাহী আরডি এ মার্কেটের সভাপতি ও সাবেক জজ ওবায়দুস সোবহান।
এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে এ ধরনের সেবামূলক প্রতিষ্ঠান একটু ব্যতিক্রম, এর শুভ লগ্নে আগামী দিনে যেন সুফল ঘটে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী রাজশাহীবাসীর চিকিৎসার জন্য হাট ফাউন্ডেশন হাসপাতাল ও এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল অনুমোদন দিয়েছেন। যা রাজশাহীবাসীর জন্য আনন্দের সংবাদ, যেন দূর থেকে আসা মানুষ রাজশাহীতে এসে সঠিক সেবা নিতে পারে।
ডাক্তারদের উদ্দেশ্যে মেয়র বলেন, আপনারা রোগীদের প্রতি নরম আচরণ করুন, প্রতিবেশি দেশের ডাক্তারদের আচরণ দেখে আমাদের দেশের মানুষরা গর্ব করে বলেন ‘ভারতের দক্ষিণ প্রদেশের ডাক্তারদের কথাতেই অর্ধেক রোগ সেরে উঠে’। ঠিক আপনারাও এই আচরণ শুরু করুন, তাতে সেবার মান বাড়বে।
অনুষ্ঠান পরিচালনা করেন, এইড প্লাস ডায়াগনস্টিক এন্ড এজমা সেন্টারের চেয়ারম্যান ডাক্তার ফেরদৌস আহমেদ আল- আরিফ।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন_ জাসদ এর সাহরিয়ার রহমান, আব্দুল্লা আল মাসুদ শিবলী, এইড প্লাস ডায়াগনস্টিক এন্ড এজমা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক জার্জিস, পরিচালক মতিউর রহমান শিউল, মিজানুর রহমান পাইলট।