ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫


২৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:৩৬

বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন পাঁচজন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, অটোরিকশার যাত্রী ধুনটের বেড়েরবাড়ী এলাকার নুরনবী বাদশা (৬০), শাহানা বেগম (৩৮) ও অটোরিকশাচালক গাবতলী উপজেলার কদমতলীর বাসিন্দা হযরত আলী (৫০)। বাকিদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা থেকে একটি যাত্রীবাহী বাস বগুড়া দ্বিতীয় বাইপাস সড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পরে ওই এলাকায় পৌঁছামাত্র ধুনটগামী অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার এক নারীসহ চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় ওই নারীর শিশুকন্যাসহ (৯) অন্য এক যাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই শিশুও মারা যায়।

এদিকে সংঘর্ষের পরপরই বাস ও অটোরিকশায় আগুন ধরে যায়।

আইকে