ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


অ্যালকোহল পানে ২ জনের মৃত্যু


২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০৯

ফরিদপুরের মধুখালী উপজেলায় অ্যালকোহল পানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ময়নাতদন্ত শেষে দুই পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ।

মৃত ব্যক্তিরা হলেন, মধুখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের অধীনে পশ্চিম গাড়াখোলা এলাকার বাসিন্দা মৃত গোকুল রায়ের ছেলে বাকপ্রতিবন্ধী তাপস রায় (৪৫) এবং একই মহল্লার কৃষ্ণ দাসের ছেলে স্বপন দাস (৩৫)। স্বপন মধুখালী বাজারে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তাপস রায় কোনো কাজ করতেন না।

জানা গেছে, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে তাপস নিজ বাড়িতে ও এর প্রায় চার ঘণ্টা পর স্বপন বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

স্থানীয়দের দাবি, অ্যালকোহল পানের কারণে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আইকে