ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


নেত্রকোণা জেলা আওয়ামী লীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


২২ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২৭

নেত্রকোণায় আওয়ামী লীগের নেতৃত্বে যথাযথ মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭ টায় ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কালো ব্যাজ পড়ে কার্যক্রম শুরু করে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে সকাল সাড়ে সাতটায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডঃ আমিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এডঃ শামসুর রহমান ভিপি লিটন-এর নেতৃত্বে প্রভাত ফেরীর মাধ্যমে নেত্রকোণা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করেন।

এর আগে ২০ ফেব্রুয়ারী রাতে দলীয় কার্যালয়ে জেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নির্দেশনামূলক করণীয় কার্যবিবরণী বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ শামসুর রহমান ভিপি লিটন। এতে সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডঃ আমিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এডঃ শামসুর রহমান ভিপি লিটন-এর সাথে আরো উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী,জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক নূর খান মিঠু, সাবেক যুব ক্রিয়া উপমন্ত্রী আরিফ খান জয়। জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক দেওয়ান রনি, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মারুফ হাসান খান অভ্র, সাধারণ সম্পাদক মোঃ খায়রুল হাসান লিটু সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অন্যদিকে জেলা আওয়ামী লীগের নির্দেশে জেলার দশটি উপজেলায় এদিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বলে জানা যায়।