ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


রূপগঞ্জে মাদকসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


২২ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:৪২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ মাদকদ্রব্য ২'শ পিস ইয়াবা ট্যাবলেটসহ জীবন নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের খালপার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জীবন উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন খালপার এলাকার জহির আলীর ছেলে।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, গোলাকান্দাইল ইউনিয়ন এলাকায় পাইকারি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও গাঁজা পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জীবন পাইকারি মাদক বিক্রি করার জন্য খালপার এলাকায় অবস্থান করছে। পরে অভিযান পরিচালনা করে তাকে ২'শ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলায় নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।