ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


শহিদ দিবসে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৬


২২ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:০৮

ঝিনাইদহের কালীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবসের দিন বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার সরকারি মাহতাব উদ্দিন কলেজের পেছনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর ছাত্রলীগ কর্মী ইরফান রেজা রুকুকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, সকাল ৮টার দিকে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা শহরের সরকারি মাহতাব উদ্দিন কলেজের শহিদ মিনারে ফুল দিতে যান। শ্রদ্ধা নিবেদন শেষে উভয় দলের নেতাকর্মীরা একে অন্যকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করেন। ধাওয়া-পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটলে এতে উভয় পক্ষের ৬জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আইকে