ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো "অদম্য বাংলাদেশ" সংগঠনের নেতৃবৃন্দ


২১ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০৩

প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার পাঠক সংগঠন "অদম্য বাংলাদেশ" এর রূপগঞ্জ উপজেলার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাতটায় ভুলতা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এতে অংশগ্রহণ করেন, সংগঠনের আহ্বায়ক মনজুর হোসেন ভূঁইয়া ও সদস্য সচিব সুমন মজুমদার, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিবেদক সাইফুল ইসলাম, সদস্য সুন্দর আলী দেওয়ান, মাসুদ মোল্লা, কবি সাইদুর রহমান, আসাদ আল মুনসুর, হানিফ ভূঁইয়া, ইসলাম পাঠান, শাহেলা ইসলাম, সাজেদা খাতুন প্রমুখ।

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর অদম্য বাংলাদেশ" এর রূপগঞ্জ উপজেলার আহ্বায়ক কমিটির আহ্বায়ক মনজুর হোসেন ভুঁইয়া বলেন, ১৯৫২ সালের এদিনে ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসকগোষ্ঠির চোখ-রাঙ্গানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে। মায়ের ভাষা প্রতিষ্ঠার আন্দোলনে দুর্বার গতি পাকিস্তানি শাসকদের শংকিত করে তোলায় সেদিন ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। আর সেই ভাষা শহীদদের প্রতিবছর এই দিনটিকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি।

সদস্য সচিব সুমন মজুমদার বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভাষা শহীদদের প্রতি। যারা আমাদের এই মাতৃভাষা বাংলার জন্য নিজেদের রক্ত বিলিয়ে দিয়েছেন। তাই আমি বলতে চাই যাদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলা ভাষা যে ভাষায় আমরা মা বলে ডাকি। আর আমরা যেন এই বাংলা ভাষার বাংলার সংস্কৃতিকে ভুলে না যাই। আঁকড়ে ধরে রাখি শিকড়ের মত।