গরম রড বুকে ঢুকে শ্রমিকের করুণ মৃত্যু

রাজধানীর ডেমরায কোনাপাড়া বাসেরপুল এলাকায় একটি রডের কারখানায় কাজ করার সময় গরম রড বুকে ঢুকে মোঃ আলম মিয়া (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, দীর্ঘ ৪-৫ বছর ধরে ডেমরা বাঁশেরপুল জেডএসআরএম রুলিং স্টিল মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন আলম। আজ বিকেলে কাজ করার সময় অসাবধানতাবশত গরম রডের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সেই রড তার বুকে ঢুকে যায়। দেখতে পেয়ে তারা সেই রড কেটে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে সেখানে তার মৃত্যু হয়।
আইকে