ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে যানজট


১৮ অক্টোবর ২০১৮ ০০:১৯

দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে গত কাল রাত থেকে লম্বা যানজট সৃষ্টি হয়েছে। এসময় উভয় ঘাটে আটকা পড়েছে কয়েক শ গাড়ি। বিকেলের দিকে গাড়ির চাপ আরও বেড়ে যাবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে পদ্মা নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে।

সকালে দেখা যায়, ফেরিঘাট থেকে ক্যানালঘাট পর্যন্ত এক সারিতে যাত্রীবাহী বাসসহ পণ্যবাহী বেশ কিছু ট্রাক ফেরি পারের অপেক্ষায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছে।
দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট এ বড় গাড়িসহ লড়ি ৫-৬ কিলোমিটার রাস্তা এখনও পার হতে পারে নাই।

এসএমএন