ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


সরকারী নীতিমালা অমান্য করে মাদ্রাসা ক্লাস বন্ধ রেখে জমি দখলের জন্য ছাত্র ছাত্রী দিয়ে মানববন্ধন


২১ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৫৪

অন্যায় অবৈধভাবে জমি দখলের জন্য মাদ্রাসার ক্লাস বন্ধ রেখে শিক্ষক ছাত্র ছাত্রী মিলে সোমবার সকাল ১১টার সময় দক্ষিণ আইচা থানার ঈদগাঁ মাঠের সামনে মানববন্ধব করেছে রাব্বানিয়া আলিম মাদ্রাসার সকলে।

আক্তার জানান,রাব্বানিয়া আলিম মাদ্রাসার সুপার আবুল বাশার হেলালীর নের্তৃত্বে সকল শিক্ষক ছাত্র ছাত্রী মিলে মাদ্রাসা থেকে ১ কিলোমিটার দুরে আমার জমির সামনে জবর দখল করার জন্য মানববন্ধন করে। মাদ্রাসার নামে ভুলবসত ১৯৭৬-৭৭ সালে রেকর্ড হলে আমার মা মালেকজান বাদী হয়ে আদালতে দেওয়ানী মোকদ্দমা ১৩৭/২০০১ রেকর্ড ভংগের আদালত করলে উভয় পক্ষের কাগজ আদালত পর্যালোচনা করে রায় দেন। পরে আবুল বাশার হেলালী বাদী হয়ে ছানী মামলা ৩০/০৬৯ দায়ের করলে আদালত মালেকজান বিবিকে দক্ষিণ চর আইচা মৌজার ডিয়ারা ২১৮ খতিয়ানে ৩ একর সাড়ে ৫২ শতাংশ রেকর্ড করার আদেশ দেন।

আদেশ অনুবলে জেএল ১০২, মৌজা দ:চর আইচা,১০২০ খতিয়ানে মালেকজান স্বামী আ.রশীদ এর নামে রেকর্ড হয়। মালেকজানের দেয়া দলিলমুলে আক্তার, আলিম, আলমগীর, আলাউদ্দিন এর নামে সাড়ে ৭২ শতাংশ জমি বর্তমানে বিডিএস জরিপ ১৯৮১খতিয়ানে ৯.২ শতাংশ এবং ১৯৮২ ডিপি ৬২.৪১ শতাংশ জমি রেকর্ড হয়।

আবুল বাশার হেলালী বলেন, আমাদের রাব্বানিয়া আলিম মাদ্রাসার নামীয় জমি ফেরত পাওয়ার জন্য শিক্ষাঙ্গন বন্ধ রেখে মানববন্দন ও প্রতিবাদ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে শির্ক্ষাথীদের নিয়ে জমি দখল চেষ্টা ও মাবনবন্ধন অংশগ্রহন করানো সরকারী শিক্ষা আইন অনুযায়ী দন্ডনীয় শাস্তিযোগ্য অপরাধ।

তিনি আরও বলেন, আমি শিক্ষকদের এহেন কর্মকার্ন্ডের বিষয়ে তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহন করব।