ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬২


১৭ অক্টোবর ২০১৮ ২৩:২৯

ফাইল ফটো

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৬২ মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)'এর মিডিয়া ডিসি মাসুদুর রহমান মুঠোফোনে নতুন সময় কে বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪০০৮ পিস ইয়াবা, ৮২৯ গ্রাম হেরোইন, ৫১ কেজি ৭৫৫ গ্রাম গাঁজা, ৬৬০ বোতল ফেন্সিডিল, ২৮৬২৫ লিটার দেশী মদ ও ৩৫টি নেশা জাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা করা হয়েছে।

এসএমএন