ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


গুলশানের অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যু


২১ ফেব্রুয়ারি ২০২৩ ০২:১৫

গুলশানের একটি আবাসিক ভবনে লাগা ভয়াবহ আগুনে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম মোহাম্মদ রাজু। এ নিয়ে এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জানা গেছে, সোমবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে সিকদার মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজু। তিনি ওই ভবনের ১১ তলায় বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে, এ ঘটনায় শামা রহমান নামের এক নারী আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন। তার চিকিৎসায় এরই মধ্যে ১৮ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। আহত আরও দুজনও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন। তবে তারা ঝুঁকিমুক্ত।

প্রসঙ্গত, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশান দুই নম্বর এলাকার ১২ তলা আবাসিক ভবনে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।

আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসের মোট ১৯টি ইউনিট যোগ দেয় আগুন নিভাতে। তাদের সাথে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও।

প্রায় ৫ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আইকে