ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বেনাপোল ফেনসিডিলসহ আটক ২


১৭ অক্টোবর ২০১৮ ২৩:১৪

যশোর বেনাপোলে ১০৫০ বোতল ফেন্সিডিলসহ জাহাঙ্গীর হোসেন (৩০) ও জাহাঙ্গীর আলম (৩৫) নামে ২পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সদস্যরা।

বুধবার (১৭ অক্টোবর) ভোরে সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজিবি বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার মনির হোসেন জানান, গোপন সংবাদে মাধ্যমে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ফেন্সিডিলসহ শিকড়ী মাঠের মধ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০৫০ বোতল ফেন্সিডিলসহ ২ পাচারকারীকে আটক করা হয় । আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এসএমএন