গাজীপুরে ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী ফারুক হোসেন'র মনোনয়ন দাখিল

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহত্তর মির্জাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফরিদ আলমের বড় ছেলে ৪নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ফারুক হোসেন মনোনয়ন দাখিল করেছেন।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার নির্বাচন কর্মকর্তার কর্যালয়ে মনোনয়ন দাখিল করেন।
মনোনয়ন দাখিলে তার সফর সঙ্গী হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় শতাধিক কর্মী সমর্থক সফর সঙ্গী হিসেবে অংশ নেন।
স্থানীয় ভোটাররা জানান, মেম্বার প্রার্থী ফারুক হোসেন একজন শিক্ষিত ও সৎ ব্যক্তি। ফারুক হোসেন ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলছেন, পাচ্ছেন ব্যাপক সাড়া। যারা ভোটার নয় তারাও আন্তরিকতা থেকে বাদ পড়ছেন না। ওয়ার্ডের উন্নয়নের অগ্রণী ভূমিকা পালন কারী, পরিবারের সুখে-দুঃখে, বিপদে-আপদে পাশে থাকা মানুষটির নাম ফারুক হোসেন। নির্বিশেষে সকলকে সাথে নিয়ে ওয়ার্ডকে একটি উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে অঙ্গীকার নিয়ে ভোটারদের দ্বারপ্রান্তে ছুটে বেড়াচ্ছেন।
গাজীপুরে ভাওয়ালগড় ইউনিয়ন ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ফারুক হোসেন বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত ও দলমত নির্বিশেষে একটি সুন্দর বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চেষ্টা করব। তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে ৪নং ওয়ার্ডেকে একটি মডেল ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে ৪নং ওয়ার্ডবাসীর দোয়া-আশির্বাদ ও সমর্থন চাই এবং ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ওয়ার্ডবাসীর প্রতি উদাত্ত আহবান জানাই।