বরগুনায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতিকে বহিষ্কার

বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলামকে বহিষ্কারের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এছাড়াও আলাদা আরেক বিজ্ঞপ্তিতে আরো তিন সহ-সভাপতির বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না সাত দিনের মধ্যে তার জবাব চেয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
ওই তিন ছাত্রলীগ নেতা হলেন, সহ-সভাপতি সবুজ মোল্লা, মোঃ সাকিব ফরাজি ও প্রত্যয় দেব প্রান্ত।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের (১৮ ফেব্রুয়ারী) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলামকে বহিষ্কার করা হয়।
গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) তারিখে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সম্পাদকের স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মোল্লা, মোঃ সাকিব ফরাজী ও প্রত্যয় দেব প্রান্তর বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব সাত দিনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
বহিষ্কারের বিষয় জানার জন্য বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
এ বিষয় কোন ধরনের মন্তব্য করতে রাজি হননি বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা।
বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মোল্লা বলেন, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে এমন কোন কর্মকান্ড আমার জানা মতে করিনি। যেহেতু কেন্দ্রীয় ছাত্রলীগ আমার কাছে জবাব চেয়েছে তাই খুব দ্রুত আমি আমার জবাব তাদের কাছে লিখিত আকারে দেব।