ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা


১৯ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:১৭

সিরাজগঞ্জের তাড়াশের দেশীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকারকে (৫৮) গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কুদ্দুস সরকার গত ইউপি নির্বাচনের আগের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি তেল ও সারের ব্যবসা করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পরে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সারের দোকানে বসে ছিলেন। এ সময় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (সর্বহারা পার্টি) একদল সদস্য তাকে গুলি করে চলে যায়। তবে কে বা কারা গুলি করে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।

আইকে