ওসির সাথে পুঠিয়া রিপোর্টাস ইউনিটির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর পুঠিয়া থানার নবাগত ওসি ফারুক হোসেন’র আমন্ত্রণে পুঠিয়া রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ) এর সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে পুঠিয়া থানায় তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় পিআরইউ'র সদস্যরা সদ্য যোগদানকৃত থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর ফারুক হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে নবনিযুক্ত (ওসি) ফারুক হোসেন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশিরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু। আর জনগণের বন্ধু হিসেবে আমি কাজ করতে চাই। এ ক্ষেত্রে চাই সকলের সহযোগিতা। বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। সমাজ উন্নয়নে সাংবাদিকদের লেখনির ভুমিকা প্রশংসনীয়। সমাজের নানা ন্যায় অন্যায় সুখ-দুঃখের চিত্র তারা লেখনির মাধ্যমে তুলে ধরেন। সচেতন করেন দেশ ও জাতিকে। এসময় উপস্থিত সাংবাদিকবৃন্দ আইন শৃঙ্খখলা রক্ষার্থে পুলিশকে সব ধরণের সহযোগীতার আশ্বাস দেন।
সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- পুঠিয়া রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ) এর সভাপতি আরিফ সাদাত, সাধারণ সম্পাদক আরিফুল হক রুবেল, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি ইকবালুল বাসার খান ইলু, যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সাগর, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান সনি, কোষাধ্যক্ষ মাহাবুবুর রহমান, দফতর সম্পাদক শাহ সোহানুর রহমান, নির্বাহী সদস্য গোলাম রাব্বানী, শাহাদত হোসেন, মনি রহমান, বদিউজ্জামান প্রমুখ।