ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


টিএসসিতে ছাত্রলীগ-ছাত্র অধিকার পরিষদের সংঘর্ষ


১৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:৫৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ সংঘর্স বাধে।

এতে ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।

‘এরমধ্যে ১৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ৪ জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ৩ জন গণস্বাস্থ্য হাসপাতাল এবং ৩ জন অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, সংঘর্ষে আহত ১১ জন সেখানে চিকিৎসা নিচ্ছেন।

আইকে